বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপজেলা পরিসংখ্যান অফিস, জলঢাকা, নীলফামারীর অফিসিয়াল ওয়েবসাইট-এ স্বাগতম। এই ওয়েবসাইট-টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপজেলা পরিসংখ্যান অফিসের বর্তমান কার্যাবলী এবং তথ্য সংরক্ষণের একটি প্রদর্শনী স্থান। আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেতে পৃষ্ঠা ও লিঙ্ক গুলির মাধ্যমে ব্রাউজ করুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে । উল্লেখ্য যে, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদুরপ্রসারী চিন্তাধারার ফলশ্রুতিতে ও তাঁর দিক-নির্দেশনায় ১৯৭৪ সালে আগষ্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো । বর্তমানে সদর দপ্তর, বিভাগীয় অফিস, জেলা অফিস ও উপজেলা অফিসের মাধ্যমে বিবিএস এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে উপজেলা ও জেলা অফিস হচ্ছে মাঠ পর্যায়েরএকমাত্র রুট লেভেলের অফিস যার মাধ্যমে বিবিএস এর নিয়মিত কার্যক্রমসহ বিভিন্ন শুমারি ও জরিপ এর তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা হয় যা বাংলাদেশের জিডিপি নির্ণয়সহ সকল সরকারি, বেসরকারি, দেশী ও আন্তর্জাতিক এনজিও, বিভিন্ন ধরণের গবেষণা ইত্যাদি যাবতীয় নীতি নির্ধারণী ও উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়নে বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস